March 25, 2019

ভৈরবে ৬ টিতে আ.লীগ, ১টিতে স্বতন্ত্র জয়ী

আয়েশ আক্তার রুবিঃ  গত ৭মে শনিবার অনুষ্টিত কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬টিতে আওয়ামী মনোনীত প্রার্থী ( নৌকা প্রতীক) বিজয়ী হয়েছেন এবং উপজেলার ৪নং গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও প্রবীন আওয়ামী লীগ নেতা কাজী গোলাম সারোয়ার গোলাপ (আনারস প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রশাসনের ঐতিহাসিক সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকা এবং জনগনের বিপুল উৎসাহ উদ্দীপনায় এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিল ৬জন । বিজয়ী আনারস প্রতীক ৫০৫৪ নিকটতম প্রার্থী নৌকা প্রতীক ৩৯২৯ ভোট পেয়েছেন।

ভৈরব উপজেলার ৪নং গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী কাজী গোলাম সারোয়ার গোলাপকে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষথেকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা  বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, হাবিবুর রহমান কামাল , সাইফুল হক বাবুল, মাসুদা ইয়াসমিন রুমা, সাঈদা সুষ্মিতা , সাঈদা ডায়ানা এঞ্জেলিকা এবং ফ্রান্স প্রবাসী রুমেল খান, মাহবুবা ইয়াসমীন রুবী, শ্রাবণী রহমান স্টেফি, ফুগেল খান, মেলানি ও জেসিকা প্রমুখ।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/১৪ মে ২০১৬

Related posts