April 24, 2019

ভূমিকম্প আহত অর্ধশত শ্রমিক!

রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ  গত ২৬এপ্রিল দুপুরে ফের ভূমিকম্পে বিভিন্ন গার্মেন্ট কারখানায় আতংকিত শ্রমিকেরা হুড়োহুড়ি করে রাস্তায় নামতে গিয়ে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়েছে যাদের অধিকাংশই নারী।

৩০০ শয্যা হাসপাতালে দুপুর আড়াইটা পর্যন্ত ‘কালচার’ গার্মেন্ট, প্রাইম নিট, ফকির নিটওয়্যার, সিনহা ওপেক্স সহ আরো দুটি গার্মেন্টের ২৫জন শ্রমিককে আনা হয়েছে। তাদের মধ্যে ২জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts