April 20, 2019

ভিন ডিজেল বললেন, দীপিকার প্রেমিক রণবীর!

dipika-home

অনলাইন ডেস্ত :  ভারতজুড়ে শোবিজ অঙ্গনে রণবীর-দীপিকার প্রেমকাহিনি অন্যতম আলোচিত বিষয়। এবার সেই আলোচনায় আরেকটু উষ্ণতা ছড়ালেন হলিউড অভিনেতা ভিন ডিজেল। এক সাক্ষাৎকারে তিনি বললেন, রণবীর নাকি দীপিকার প্রেমিক?

ভারতীয় দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন হলিউডের চলচ্চিত্রে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-খ্যাত অভিনেতা ভিন ডিজেল হলিউডের ছবিতে দীপিকার সহশিল্পী। মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের অভিনীত চলচ্চিত্র ‘ত্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’।

এই ছবিটির ভারতীয় প্রিমিয়ার উপলক্ষে সম্প্রতি দুই দিনের সফরে ভারতে গিয়েছিলেন ভিন ডিজেল। এ সময় অনুপমা চোপড়ার উপস্থাপনায় ‘ফিল্ম কম্পেনিয়ন’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন এই হলিউড তারকা। সাক্ষাৎকারের এ পর্যায়ে বলে ফেললেন, ‘দীপিকার প্রেমিক রণবীর’।

এ সময় রণবীরের প্রশংসাও করেন ভিন ডিজেল। এদিকে ভিন ডিজেল ভারত সফরে থাকার সময় প্রায় পুরোটা সময় দীপিকা ও ভিনের সঙ্গে ছিলেন রণবীর সিং।

ভিন ডিজেল-দীপিকা অভিনীত ‘ত্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটি গত ১৪ জানুয়ারি ভারতে মুক্তি পায়। যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২০ জানুয়ারি।

 

Related posts