September 26, 2018

ভালুকায় শ্রমিক আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

মোঃ আজিজুর রহমান ভূঞা
বাবুল, ময়মনসিংহ ব্যুরোঃ
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কের উপজেলার হাজিরবাজার নামক স্থানে বুধবার (২৪ আগষ্ট) দুপুরে কাভার্ড ভ্যানের চাপায় মিল শ্রমিক আব্দুল খালেক গুরুতর আহত হন। এ ঘটনার জের ধরে স্থানীয় রহমতে আলম একাডেমীর শিক্ষার্থীরা ওই স্থানে গতিরোধক স্থাপনের দাবীতে মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে।

মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী মেসার্স রাজউক এজেন্সীর কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৬৬৭৩) উপজেলার বাশিল গ্রামের শাবাব মিলের বিদ্যুৎ শ্রমিক আব্দুল খালেক (৩৫) কে চাপা দিলে তিনি গুরুতর হন ।

এ ঘটনার প্রতিবাদে এবং ওই স্থানে গতিরোধক স্থাপনের দাবীতে স্থানীয় রহমতে আলম একাডেমীর শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে ।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহত খালেককে উদ্ধার করে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহত খালেক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধাপের হাট গ্রামের শামসুল হকের ছেলে ।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts