March 26, 2019

ভারতের বিপক্ষে ১ রানে হার নিয়ে মুখ খুললেন মুস্তাফিজ

ভারতের বিপক্ষে ১ রানে হার নিয়ে মুখ খুললেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচে ঘটে একটি আলোচিত ঘটনা। দলের প্রায় সবাই এনিয়ে কথা বলেছেন।

তবে এবার এ নিয়ে ভারতীয় মিডিয়ার সাথে কথা বলেছেন মুস্তাফিজ। মুস্তাফিজের দৌঁড়ই নাকি হারিয়ে দেয় বাংলাদেশকে!

এক হাতের ব্যবধান। যেন ছুটে যায় কপাল। ধোনি ভেঙ্গে দেন মুস্তাফিজের স্ট্যাম্প। মুস্তাফিজের অপরপ্রান্তে ছিলেন শুভাগত। ব্যাট ও বল এক করতে পারেননি তিনি।

দেন বো দৌঁড়। শুভাগত পৌঁছে যান জায়গামত। কিন্তু মুস্তাফিজ আটকে যান এক হাতের জন্য। মুস্তাফিজের দৌঁড় নিয়ে প্রশ্ন।

আর এবার এর জবাবে কথা বলেছেন তিনি। মুস্তাফিজ বলেন, তখন অনেক গোলমেলে অবস্থা ছিল। কিন্তু কি করতে হবে সেদিকে মন ছিল।

স্টেডিয়ামের পরিস্থিতি এতটাই শ্বাসরুদ্ধকর ছিল যে এমন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখা কঠিন হচ্ছিল। কিন্তু প্রত্যেক ম্যাচে নিজস্ব চাপ থাকে। এদিন একটু বেশি ছিল।

শেষ রানের জন্য তিনি আগেই বেশি জোরে দৌঁড়েছিলেন কিনা? এই বিষয়ে মুস্তাফিজ বলেন, জানি না। এটা বলা কঠিন। মুস্তাফিজ বলেন, ম্যাচ শেষ হলে পাল্টে যায় আমাদের ড্রেসিংরুমের চিত্র।

 

Related posts