April 21, 2019

ভারতের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

ফাইনালে উঠতে হলে ইতিহাস গড়তে হতো বাংলাদেশকে। যে ভারতকে আগে কখনো সিনিয়র পর্যায়ে হারানো যায়নি, সেই দলটির বিপক্ষেই পেতে হতো জয়। ফুটবলে সবই সম্ভব- এই মন্ত্র থেকে প্রেরণা নিয়ে অসাধ্য সাধনের আশায় ছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে তা হয়নি। ভারতীয় মেয়েদের গতির কাছে হেরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

বুধবার নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালায় ভারতের বিপক্ষে ০-৪ গোলে হেরে সেমিতেই থেমেছে বাংলাদেশের স্বপ্ন যাত্রা। আগের আসরে প্রথমবার ফাইনালে ওঠে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

Related posts