March 23, 2019

ভারতীয় রিভলবার ও মাদকসহ আটক ২

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গাঃ  চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় রিভলবার, ২ কেজি গাঁজা, ৯০ বোতল মদ ৫০ বোতল ফেনসিডিলসহ খাজা (৪০) ও ভুটু মিয়া (৪৩) নামে ২ মাদক পাচারকারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আমির মজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অত্র ব্যাটালিয়নের অধিনস্ত দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী জয়নগর গ্রামের মেইন পিলার ৭৫/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিমতলা মাঠ নামক স্থানে ভারত হতে পাচারকৃত অস্ত্র আটকের জন্য ফাঁদ পেতে বসে থাকে। সোমবার ভোর ৫ দিকে একজন লোক ব্যাগ হাতে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তি হাতের স্কুল ব্যাগ ফেলে অন্ধকারে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। টহল কমান্ডার তাৎক্ষনিক ব্যাগটি জব্দ করতঃ ব্যাগের ভিতর হতে ০১টি ভারতীয় রিভলবার এবং ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়া,  একই উপজেলার বারাদি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৯০ বোতল মদ, জীবননগরের রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা শিংনগর গ্রামের মাঠে অভিযান চালিয়ে ০২ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডির আটক করতে সক্ষম হয়। এসময় খাজা (৪০) ও ভুটু মিয়া (৪৩) নামে ২ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি। পরে তাদেরকে সংশ্লিষ্ঠ থানায়  মাদক মামলায় সোপর্দ করেছে বিজিবি।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/৯ মে ২০১৬

Related posts