March 25, 2019

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকের ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

মুহাম্মদ নূরে আলম বরষণ লন্ডন থেকে: ইষ্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলর রেস্টুরেন্ট জাজা’স হল রোমে এক মনোরম পরিবেশে সোমবার  শত মানুষের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকের ইফতার মাহ্ফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুনাইদ ভূইয়ার পরিচালনায় ও মৌলানা শেখ আকিল আল ফারাদি সাহেবের বয়ান এবং দোয়ার মধ্য দিয়ে সমগ্র জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে সকলে দোয়া করেন ।

রোজাদারগণ এক আনন্দঘন সুন্দর পরিবেশে ইফতারি করেন। ইফতার মাহফিলে সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিত বক্তব্য দেন সংগঠনের (ভারপ্রাপ্ত )সভাপতি স্বপন রয়, সাধারণ সম্পাদক সাহিদ আহাম্মেদ লিটন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া।

অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নসরূল্লাহ খান জুনাইদ , নারী নেত্রী অঞ্জনা আলম , সাংবাদিক নূরে আলম বরষণ, সাবেক সভাপতি সফিকুল আলম , সিনিয়র সহসভাপতি সাঈদ রব সিপার, সহসভাপতি শেখ আলম রতন, সাহাদাত হোসাইন, উজ্জ্বল শাহ্ ,

সহসাংগঠনিক সম্পাদক জামিল ভূইয়া, প্রচার সম্পাদক মাহমুদুল হক রবিন, ক্রিয়া সম্পাদক শাকিল ভূইয়া , সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসাইন, নাজমুল হক রিপন , মিজান খান , শাহ মো;শাহীন , ইফতেখার এহসান রূমেল, কিশোর রাসেল, ফয়সাল কবির, নাহিদুল ইসলাম , মো; শরিফুজ্জামান, নাজির উদ্দিন সহ অনেকে সপরিবার নিয়ে উপস্থিত ছিলেন।

Related posts