April 24, 2019

‘ব্যাটিং অর্ডার ঠিক না থাকলে সবারই সমস্যা’

Captureস্পোর্টস ডেস্ক::অনেক ক্রিকেটারই বলেন, দলের প্রয়োজনে যে কোনো পজিশনেই খেলতে রাজি তারা। কিন্তু একেকবার একেক পজিশনে খেলার প্রভাব নিজের ও দলের উপর যখন পড়ে তখনই তারা বুঝতে পারে নির্ধারিত একটা পজিশনই আমার জন্য ঠিক।

এমনটা মানছেন বাহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসও। ব্যাটিং অর্ডার ঠিক না থাকলে সবারই সমস্যা হয় বলে জানালেন তিনি।

বাংলাদেশের বর্তমান দলটির খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছে মাহমুদউল্লাহর।

ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে পড়েছেন সাব্বির রহমানও। মাত্র ছয় টেস্টেই খেলেছেন চার থেকে আট- এই পাঁচটি পজিশনে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদেরও আছে চার থেকে আটে খেলার অভিজ্ঞতা।

এ বিষয়ে ইমরুল জানালেন, (ব্যাটিং অর্ডার ঠিক না থাকা) সবার জন্য সমস্যা। আপনি অফিসে গিয়ে যদি দেখেন, আপনার ডেস্ক পরিবর্তন হয়ে অন্য জায়গায় গেছে তখন কাজ করতে অস্বস্তি লাগবে। শুধু ক্রিকেট খেলায় নয়, ব্যাপারটা সবার জীবনে প্রভাব ফেলে।

Related posts