April 21, 2019

বৈঠক বসতে সম্মত জাপান-কোরিয়া ,ইস্যুঃ যৌনদাসী

জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বৈঠকের আলোচ্যসূচিতে কথিত ‘যৌনদাসী’ ইস্যুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার সিউল সফরে যাওয়া জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বাইয়ং সির বিষয়টি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আনুমানিক দুই লাখ নারীকে পতিতা পল্লীগুলোতে জোরপূর্বক যৌনদাসত্বে বাধ্য করেছিল, যাদের বেশিরভাগই ছিল কোরীয়। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দেশ দু’টির মধ্যে টানাপোড়ন চলছে।

দক্ষিণ কোরিয়া জাপানের কাছ থেকে স্পষ্ট ক্ষমা প্রার্থনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দাবি করে আসছে। এ বছরের শুরুর দিকে উভয়পক্ষই বিষয়টি সমাধানে আলোচনার গতি বৃদ্ধি করতে সম্মত হয়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদী/ডেরি

Related posts