March 20, 2019

‘বেহেশতে যাবার নামে দেশ ও সমাজে অশান্তি সৃষ্টি করছে’


সুমন মিয়া
দিনাজপুর থেকেঃ
বেহেশতে যাবার নামে যারা দেশ ও সমাজে অশান্তি সৃষ্টি করছে তাদেরকে আসলে এ পৃথিবীও চায় না। তাদের অবস্থান আসলে কোথায় হবে তা জাতির সামনে স্পষ্ট। জাতির জনক, তাঁর কন্যা এ দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে আদর্শের লড়াইয়ে যারা ব্যার্থ, তারাই জঙ্গীবাদের নামে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। তারাই জঙ্গীবাদের মদদদাতা। তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। আজ আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বেহেশতের লোভ দেখিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা সমাজ, দেশ তথা ইসলামের শত্রু। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধ গড়ে তোলার জন্য ৭ আগষ্ট’১৬ দিনাজপুরের কাহারোল উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে পূর্ব মল্লিকপুর এইচ.এস কলেজ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ওই কথাগুলো বলেন। মানববন্ধনে আরো অংশ নেন পূর্ব মল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজ, পূর্ব মল্লিকপুর উচ্চ বিদ্যালয়, পূর্ব মল্লিকপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও পূর্ব মল্লিকপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, পূর্ব মল্লিকপুর এইচ.এস কলেজের অধ্যক্ষ এস. এম মোজাফফর হোসেন, পূর্ব মল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, পূর্ব মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, পূর্ব মল্লিকপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও পূর্ব মল্লিকপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের সিদ্দিক প্রমুখ।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts