November 15, 2018

বেলাল-উপমার ‘শুধু তোর জন্যে’

নতুন এ বছরে ‘পাগল তোর জন্যে রে’ খ্যাত সংগীতশিল্পী বেলাল খান আসছেন নতুন চমক নিয়ে।  নতুন বছরে একক ও  দ্বৈত কণ্ঠের কয়েকটি গান প্রকাশ হবে তার। তারই ধারাবাহিকতায় নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এ গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রতিশ্রুতিশীল গায়িকা উপমা। বেলাল-উপমার গাওয়া এ গানটির নাম ‘শুধু তোর জন্যে’।

এটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত বেলালের নিজেরই করা। কয়েক দিনের মধ্যে গানটির ভিডিও প্রকাশ হবে ইউটিউব ও গানচিল মিউজিকের ব্যানারে। ভিডিওটি তৈরি করেছেন চন্দন রায় চৌধুরী। নতুন গানটি নিয়ে বেলাল খান বলেন, নবাগত শিল্পী উপমা গানটি বেশ সুন্দর গেয়েছেন। আমি মনে করি, আমার অন্য গানের ভিডিওর চেয়ে এটি একটু বেশিই পরিচ্ছন্ন।

সুন্দর কথা, গায়কী আর ভিডিওতে গানটি সবার ভালো লাগবে। সব মিলিয়ে নতুন বেলাল খানকে পাবেন দর্শক। বেলাল খান আরও জানান, এর পরপরই প্রকাশ করা হবে তার দ্বিতীয় একক ‘আর একটিবার’ অ্যালবামের দুটি গানের ভিডিও।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts