April 24, 2019

বৃহস্পতিবার থেকে কানাডার মন্ট্রিয়লে ফ্রাঙ্কোফলি ফেস্টিভ্যাল শুরু


সদেরা সুজন,
কানাডা থেকেঃ
উইন্টারে প্রচন্ড তুষারপাত শৈত্য প্রবাহের তান্ডবে কাঁপলেও সামারে রকমারী উৎসবে বাজনার তালে তালে এবং হাজার হাজার পর্যটকের ভীড়ে দুলে উঠে মন্ট্রিয়ল। ব্যবসা-বানিজ্যেও গতি ফিরে আসে। মালিকদের মুখের হাসি দেখলেই বুঝতে অসুবিধে হয়না ব্যবসার প্রসার ঘটেছে। মন্ট্রিয়লে ডাউনটাউনের প্লেস দ্যা আটসের বিশাল এলাকা জুড়ে চলছে সাঁজ সাঁজ ভাব। বেশ ক’দিন ধরে শত শত শ্রমিকের বিরতীহীনভাবে কাজ করে প্রস্তুতি চলছে, উৎসবের জন্য বিশাল বিশাল মঞ্চসহ বিভিন্ন ধরনের গেইট বানানো হচ্ছে।

আগামীকাল ৯ জুন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফেস্টিভ্যাল  ফ্রাঙ্কোফলি দ্যু মরিয়াল, চলবে ১৮ জুন পর্যন্ত। দশদিন ব্যাপী এই উৎসবে বিভিন্ন দেশের নামি-দামি শিল্পীরা অংশগ্রহণ করবেন। বহুমুখি সংস্কৃতির দেশ কানাডায় বহু ভাষা-বহু জাতির বসবাস হলে মূলত ফ্রাঙ্কোফলি ফ্রেঞ্চভাষীদের প্রিয় উৎসব। ১৯৮৯ সাল থেকে ফ্রাঙ্কোফলি ফেষ্টিভ্যালটি শুরু হয়েছে। এবারের ২৮তম ফ্রাঙ্কোফলি উৎসবটি চলকালীন বাহিরে প্রায় দেড় শতাধীক ফ্রি কনসার্ট অনুষ্ঠিত হবে। তাছাড়া ইনডোর ইভেন্টতো আছেই। ১৯৮৯ থেকে এখন পর্যন্ত সারা বিশ্বের নামি –দামি খ্যাতিমান  সাত হাজারেরও বেশী শিল্পী অংশ গ্রহন করেছে এ ফেস্টিভ্যালে।

প্রতি বছরের মতো এবারও ফ্রাঙ্কোফলি দ্যু মরিয়াল’ এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেল কানাডা এবং ফোর্ড। ফরাসী ভাষার সঙ্গীত হলে সুরের মূর্চনায় সব দেশের মানুষই অংশগ্রহণ করে। প্রবাসের কষ্টকঠিন সময়ের মাঝে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসুন উৎসবটিতে। ভালো লাগবে। এ বছর সঙ্গীত পিপাষুদেরকে আরো বেশী করে মনোরঞ্জন করার জন্য আয়োজন করা হয়েছে রকমারী অনুষ্ঠানের। গত ক’বছরের মতো এবছরও ফ্রাঙ্কোফলি অফিসিয়াল প্রেস ও ফটোগ্রাফার হিসেবে কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএ এর প্রধান নির্বাহি এবং বিডি২৪লাইভডটকমের কানাডা ব্যুরো প্রধান সদেরা সুজন মনোনিত হয়েছেন।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ৮ মে ২০১৬

Related posts