April 23, 2019

বুলেটে জখম, লিবিয়ায় অপহৃত ভারতীয় ডাক্তার মুক্ত, দেশে ফেরানো হচ্ছে, জানালেন সুষমা

(এম বি ফয়েজ) নয়াদিল্লি: লিবিয়ায় অপহৃত ভারতীয় ডাক্তার ছাড়া পেয়েছেন এবং শীঘ্রই তাঁকে দেশে নিয়ে আসা হচ্ছে বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ডাঃ রামমূর্তি কোসানাম নামে ওই চিকিত্সককে প্রায় ১৮ মাস আগে অপহরণ করেছিল ইসলামিক স্টেট জঙ্গিরা।

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার এক গ্রাম থেকে আসা কোসানামের মুক্তি পাওয়ার খবর ট্যুইট করে জানিয়েছেন সুষমা। বিদেশমন্ত্রী ট্যুইট করেছেন, লিবিয়ায় ডাঃ রামমূর্তি কোসানামকে আমরা উদ্ধার করেছি। তিনি বুলেটের ঘায়ে জখম হয়েছেন। আমরা তাঁকে দ্রুত ভারতে নিয়ে আসছি। এর সঙ্গে সঙ্গে সে দেশে অপহৃত সব ভারতীয়কেই মুক্ত করা হল। এজন্য সেখানে আমাদের মিশনের দারুণ কাজের ভূয়সী প্রশংসা করছি।

SUSHMA1-580x390

Related posts