November 18, 2018

বি টাউনের হ্যান্ডসাম কাপল জাগ্গা জাসুসে

447275-jagga-jasoos-655x360

ক্যাট-রণবীরের রোম্যান্টিক কেমিস্ট্রি ফের জীবন্ত ‘জাগ্গা জাসুস’এর ফার্স্ট লুকে৷ এই দুষ্টু মিষ্টি কাপল সব-সময়েই অনস্ক্রিন ও অফস্ক্রিন রোম্যান্সের কারণে চর্চায় থাকেন৷

এবার জাগ্গা জাসুসের প্রথম ঝলকে ফের উঠে এলেন টিনসেল টাউনের এই তারকা জুটি৷ সম্প্রতি রণবীরের ফ্যান ক্লাব জাগ্গা জাসুস’এর প্রথম ঝলকে পোস্ট করে৷ ছবিটিতে রণবীর-ক্যাট দুজনকেই চশমা পরে অবাক নয়নে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে৷

জাগ্গা জাসুস’এ গোয়েন্দার ভূমিকায় অভিনয়ের জন্য মার্শিয়াল আর্টের পূর্ণ প্রশিক্ষণ নিয়েছিলেন ক্যাট৷ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে হয়েছে ছবির বেশিরভাগ শ্যুটিং৷

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অনুরাগ বসু যিনি রণবীরের সঙ্গে এর আগে বর্ফি’র মতো ছবি উপহার দিয়েছেন৷ জাগ্গা জাসুসের এই দুই গোয়েন্দার গোয়েদাগিরি কি উদখাটন করবে ৩ জুন ছবি মুক্তির পর তা জানা যাবে৷

Related posts