April 22, 2019

বিস্ফোরণে কেঁপে উঠলো নিউইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে ম্যানহাটনের চেলসি শহরে এই বিস্ফোরণ হয়।

সরকারি সূত্র জানিয়েছে, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের শব্দ এতো জোরে ছিল যে, তাদের কানে তালা লেগে গেছে।

ম্যানহাটনের মুখপাত্র জে পিটার ডোনাল্ড টুইটারে জানিয়েছেন, চেলসির ২৩ নম্বর সড়কের ষষ্ঠ ও সপ্তম এভিনিউয়ে রাতে এ বিস্ফোরণ হয়। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। তবে নিউ জার্সিতে পাইপ বোম বিস্ফোরণের ঘণ্টাখানেকের মধ্যে এ ঘটনা ঘটলো।

নিউ জার্সির একটি দাতব্যসংস্থার কাজে হাজারো মানুষ জড়ো হলে সেখানে এ বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

তবে একটি অসমর্থিত সূত্রের খবর, ডাস্টবিনে ময়লারস্তূপ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানকার একটি ভবনের জানালা ভেঙে গেছে।

নিউইয়র্ক পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট বিস্ফোরণে চূর্ণ হয়ে যাওয়া ডাস্টবিনের ছবি তাদের টুইটার পেজে শেয়ার করে বলেছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts