November 15, 2018

বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাব’র আহবায়ক কমিটি গঠন

Biswanath-Online-Press-Clubবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ জুলাই) রাতে বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাব গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এক সভা ডেইলি বিশ্বনাথ ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডেইলি বিশ্বনাথ ডটকম’র সম্পাদক মোহাম্মদ আলী শিপনকে আহবায়ক ও বিশ্বনাথ টুডে ২৪ ডটকম’র নির্বাহী সম্পাদক আব্বাস হোসেন ইমরানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- যুগ্ম আহবায়ক তজম্মুল আলী রাজু (সম্পাদক ও প্রকাশক, বিশ্বনাথ বিডি ২৪ ডটকম), এমদাদুর রহমান মিলাদ (সম্পাদক ও প্রকাশক, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম), লোকমান হোসেন (সম্পাদক, বিশ্বনাথ টুডে ২৪ ডটকম), সদস্য সাইফুল ইসলাম বেগ (প্রধান সম্পাদক, বিশ্বনাথ টুডে ২৪ ডটকম), অসিত রঞ্জন দেব (স্টাফ রির্পোটার, ডেইলি বিশ্বনাথ ডটকম), মশিউর রহমান (ব্যবস্থাপনা সম্পাদক, বিশ্বনাথ টুডে ২৪ ডটকম), নূর উদ্দিন (স্টাফ রির্পোটার, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম), জামাল মিয়া (স্টাফ রির্পোটার, ডেইলি বিশ্বনাথ ডটকম), মো. আবুল কাশেম (স্টাফ রির্পোটার, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম), মোহাম্মদ নুরুল ইসলাম (ব্যবস্থাপনা সম্পাদক, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম), শফিকুল ইসলাম সফিক (স্টাফ ফটোগ্রাফার, ডেইলি বিশ্বনাথ ডটকম), পাভেল সামাদ (বিশ্বনাথ প্রতিনিধি, বিডি মর্ণিং ডটকম) ও সুরমান আলী সুমন (ব্যবস্থাপনা সম্পাদক, বিশ্বনাথ বিডি ২৪ ডটকম)।

IMG-20180720-WA0002তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, লোকমান হোসেন, অসিত রঞ্জন দেব, আব্বাস হোসেন ইমরান, মশিউর রহমান, নুরুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ।

সভায় বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাব নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা করা হয় এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Related posts