March 19, 2019

বিশ্বনাথে শক্তিশালী ভূমিকম্প

15870741_1229762757103254_1713158823_n

মোঃ আবুল কাশেম , বিশ্বনাথ  প্রতিনিধি  :: বিশ্বনাথে শক্তিশালী ভূমিকম্পে স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এসময় আতংকিত লোকজন দিক-বিদেক  ছুটোছুটি শুরু করেন। মঙ্গলবার বিকেল ৩টা ১৪ মিনিট এ ভূমিকম্প হয়। প্রায় ১৫ সেকেন্ড স্থানীয় ছিল ভূমিকম্প। এসময় উপজেলার বিভিন্ন ভবনে বসবাসকারী লোকজন দ্রুত বের হয়ে রাস্তায় অবস্থান নেন।

গ্রামাঞ্চলের লোকজন ভুমিকম্পে আতংকিত হয়ে ঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। এতে নারী ও শিশুরা মারাত্মক দূর্ভোগের শিকার হন। ভূমিকম্প থামলেও আতংকিত লোকজনকে দীর্ঘসময় বাইরে অবস্থান করতে দেখা যায়। উপজেলার প্রতিটি এলাকায় ভূকম্পন অনুভূত হলেও এ রিপোর্ট ৩টা ২০ মিনিট লেখা পর্যন্ত উপজেলার কোথাও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে বিশেষ করে উপজেলা সদরে ৩য়, ২য় তলায় অবস্থানকারী লোকজনেরা রাস্তায় নেমে পড়েন। এসময় আল্লাহ আল্লাহ শব্দে মুখরিত হয় উপজেলা সদর।

Related posts