March 22, 2019

বিশ্বনাথে মাদ্রাসায় প্রবাসীর লাখ টাকার অনুদান প্রদান

78555বিশ্বনাথ ( সিলেট )  প্রতিনিধি ::  বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে প্রবাসীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান অনুষ্ঠান বুধবার দুপুরে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিযার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো.নোমান। আর্থিক অনুদান দাতা ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য লুটন বিশ্বনাথ এসোসিয়শনের কোষাধ্যক্ষ ছাদিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমেদ, মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ, সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমেদ চৌধুরী, প্রভাষক মাওলানা মুনির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, আলীনূর হোসেন, বিল্লাল হোসেন, আবুল খয়ের মো.নোমান, মাদ্রাসার গভনিং বডির সদস্য আজাদুর রহমান, আতাউর রহমান যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান, প্রভাষক ইমরান আহমেদ, ক্বারী জমির উদ্দিন, মোস্তাক হোসেন, আবুল হাসান, মাওলানা জামাল উদ্দিন, আলমগীর হোসেন, মাওলান্ ফয়জুর হক প্রমুখ। এসময় সংবর্ধিত অতিথি মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন।

Related posts