March 24, 2019

বিশ্বনাথে বিষপানে অটোরিকশা চালকের আত্মহত্যা

images-1-768x399বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিষপানে ফারুক আহমদ (২৮) নামের এক সিএনজি অটোরিকশা চালক আত্বহত্যা করার খবর পাওয়া গেছে। সে উপজেলার অলংকারী ইউনিয়নের টেক কামালপুর গ্রামের রহিম আলীর ছেলে। বুধবার (১৯সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে সে বিষপাণ করলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মারা যান। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ হাসপাতালে ছুটে যায়।

বিষপাণে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে থানার এসআই মিজানুর রহমান জানান, ফারুক আহমদের পরিবার খুবই হত-দরিদ্র। অভাবের কারণে তিনি বিষপাণ করে আত্মহত্যা করেছেন। এঘটনায় নিহতের ভাই শরিফ আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Related posts