February 23, 2019

বিশ্বনাথে বিএনপির বিক্ষোভ মিছিল কাল

750x4001510839477_7474447বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী ও তার গাড়ী চালক আনছার আলীকে অবিলম্বে ফেরত দেয়ার দাবীতে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় উপজেলার নতুন বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বিশ্বনাথ উপজেলা বিএনপি।
মিছিলটি সফল করার জন্যে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, প্রভাষক মোনায়েম খান, জামাল আহমদ, ফরিদ মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরমান খান, কদর আলী, শামীমুর রহমান রাসেল, মুসলিম আলী, সোহাগ আহমদ চন্দন, আবু সুফিয়ান, আব্বাস আলী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া, জোয়াদ আলী, আসিক আলী, ছমির আলী, শ্রমিক দলের আহবায়ক মনির মিয়া, যুগ্ম আহবায়ক গেদাই মিয়া, বিবৃতিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

Related posts