April 26, 2019

বিশ্বনাথে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৮

IMG_20180308_160627_434বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তন ৮জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্রীজের ওপর এঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানাযায়নি। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। এরই মধ্যে গুরুতর একজন সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন স্থানীয় জনতা। এসময় প্রায় আধা ঘন্টা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক যানবাহন চলাচল বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
তারা জানান, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা একটি বাস ও বিশ্বনাথে থেকে জগন্নাথপুরগামী একটি বালু বোঝাই ট্রাক বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজারের ব্রীজের ওপর উঠা মাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস গাড়িটির সামনের গ্লাস ভেঙে যায়। এতে বাস গাড়ির কয়েকজন যাত্রী আহত হন।

Related posts