March 23, 2019

বিশ্বনাথে দুই লন্ডন প্রবাসীকে বিদায় সংবর্ধনা

IMG_20190118_234218বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে গীতিকার মোতাহির আলীর শিল্পী গোষ্ঠীর উদ্যোগে যুক্তরাজ্য দুই প্রবাসীকে বিদায় সংর্বধনা প্রদান করা হয়। গতকাল শুক্রবার রাতে পুরান বাজার শিল্পী গোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাইদুর রহমানের সভাপতিত্বে ও আছমত আলী লিটনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মো. মাহবুবুর রহমান, মাসুুক মারুফ, সোহেল মিয়া। বক্তব্য রাখেন, সহ সভাপতি বাউল বাসানি বারিক, সাধারণ সম্পাদক বাউল মীর আজাদ, সহ সাধারণ  সম্পাদক মো. আব্দুল মন্নান, সহ সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী মেম্বার।

এসময় উপস্থিত ছিলেন, বাউল আব্দুল্লা ভান্ডারী, হুশিয়ার আলী, নজরুল ইসলাম, রহমত, কবির, শওকত আলী, মুহিব, কাইয়ুম মিয়া, ওজুদ, আমিন, জিবলু, হাসান, ফিরোজ দেওয়ান, আব্দুল মুমিন, উদাসী শানুর, নুরুল আমিন, বাউল ছালেক, মানিক মিয়া প্রমুখ ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।

Related posts