February 21, 2019

বিশ্বনাথে তনু হত্যার প্রতিবাদে ভিন্নধারা’র মানববন্ধন

pic-3

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিশ্বনাথে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সমাজ সংস্কৃতির বাহক সংগঠন ভিন্নধারা’র উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় ‘বাসিয়া সেতুর’ উপর এ  কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক ছালেহ আহমদ শান্ত’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আহাদ, জাহাঙ্গীর আলম খায়ের, মামুনুর রশীদ মামুন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতর এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও রহস্য জনক কারনে ৪দিনেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেন নেতৃবৃন্দ ।

বাসীয়া নাট্যকল্যান সংস্থার সাধারণ সম্পাদক ফজল খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাস্টার আমিনুল হক, শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি বাউল সমুজ আলী, মাদক ও যৌতুক প্রতিরোধ ঐক্য পরিষদের সভাপতি শামছুল ইসলাম মুমিন, গ্রামবাংলা পরিষদের সভাপতি এসপি সেবু, বিশ্বনাথ সাহিত্য ফোরাম’র সহ-সভাপতি রাজা মিয়া, ডেফোডিল এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক বকুল আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত  ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি প্রবীর কান্তি দে পিংকু, মাস্টার হোসাইন আহমদ শাহিন, সাংবাদিক এনামুল হক মামুন, ভিন্নধারা’র সহসভাপতি জাহেদ আহমদ জেহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান ওলীউর রহমান, প্রচার সম্পাদক শাহিদ আহমদ, আজাদুল ইসলাম বাদশা, হোসাইন তালুকদার, সদস্য নোমান আহমদ, দিলোয়ার হোসেন ছামি, সেলিম আহমদ, ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের সভাপতি আনোয়ার আলী রাজ, তন্ময় দেব, বাসীয়া নাট্য কল্যান সংস্থার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রহমত আলী ভরসা, আব্দুল মান্নান, সংগঠক মিরাশ আলী মারুফ, জাকির হোসেন, আব্দুল মুমিন প্রমুখ।

Related posts