April 20, 2019

বিশ্বনাথে উপজেলা পরিষদ নির্বাচনের আলোচনায় ১৫ জন

72-1-768x458মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে :: চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিশ্বনাথে শুরু হয়েছে আলোচনা। এবার ৫ম বারের মতো সিলেটের প্রবাসী অধ‌্যুষিত এই উপজেলায় কে কোন দল থেকে প্রার্থী হবেন সেই হিসেব কষছেন অনেকেই। এবার দলীয় প্রতীকে দলীয় প্রতীকে নির্বাচন হবে। তাই দলীয় মনোনয়ন পেতে সম্ভ‌াব‌্য প্রার্থীরা শুরু করেছেন তৎপরতা। আলোচনায় সম্ভাব‌্য প্রার্থীদের তালিকায় প্রবীণদের পাশাপাশি রয়েছেন নবীনরাও।

এই আলোচনায় চেয়ারমম‌্যান পদে এপর্যন্ত যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম‌্যান ও সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. পংকি খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস.এম.নুনু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই  এম আসকির আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম‌্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত বাবুল আখতারের সহধর্মিনী ও মফিক আলী বালিকা উচ্চ বিদ‌্যালয় এন্ড কলেজের অধ‌্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান আমির আলী,  উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ‌্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস‌্য আতাউল গণি আসাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং যুক্তরাজ‌্যের কলচেষ্টার বিএনপির সভাপতি মো. মিছবাহ উদ্দিন। ভাইস চেয়ারম‌্যান পদে এপর্যন্ত আলোচনায় যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন-  বর্তমান ভাইস চেয়ারম‌্যান ও জেলা বিএনপির সদস‌্য আহমেদ নূর উদ্দিন, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সহ সভাপতি মো. আরশ আলী গণি, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ‌্য অপু ও উপজেলা জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া। তবে এই তালিকা আরো দীর্ঘ হতে পারে।

Related posts