April 20, 2019

বিশ্বনাথে আনোয়ারুজামান চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক

IMG_20181106_222111বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সিলেট ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজামান চৌধুরী সমর্থনে আজ রাতে বিশ্বনাথ সদর ইউনিয়নের শাহজিরগাঁও গ্রামের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয় এর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগ নেতা খছরু মিয়া। উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয় এর পরিচালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শানুর আলী, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মোহাম্মদ আমির আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কাওছার আহমদ, উপজেলা যুবলীগ নেতা সাজ্জাদ মিয়া, জয়নাল আহমদ, সেবুল আহমদ, মাহবুবুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা তৈমুছ আলী।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মুরব্বী আব্দুল হাসিম, হাজি আমরু মিয়া, আব্দুল খালিক, আয়না মিয়া, আব্দুল মালেক, মো. রুপ আলী, হোসিয়ার আলী, মানিক মিয়া, যুবলীগ নেতা দুলাল আহমদ, হাবিব মিয়া, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আমির হোসেন, সামাদ মিয়া, শাকিব আহমদ, গয়াছ মিয়া, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, রেজাউল, মুন্না আহমদ, আলী হোসেন প্রমুখ।

Related posts