September 21, 2018

অসুস্থ শিক্ষক কে শিক্ষার্থীদের অনুদান মহতি কাজে প্রেরণা যোগাবেঃ ইয়াহইয়া চৌধুরী

photo,

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, শিক্ষকের প্রতি ভালবাসা দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের ১৬ প্রবাসী সাবেক শিক্ষার্থী। তিনি বলেন, এরকম মহতি কাজ করতে অন্যদেরকে অনুপ্রেরনা যোগাবে। গতকাল শনিবার বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অসুস্থ লিয়াতক আলীর চিকিৎসার জন্য এক লাখ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য নূরউদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, মোঃ আবুল কাশেম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু, এম.এ. রব, জয়নাল আবেদীন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহব্বত আলী জাহান, জাপা নেতা নাজমুল ইসলাম চৌধুরী, আলাউদ্দিন, গোলাম জবদানী, শরিফউদ্দিন, হাসান আহমদ, সুহেল মিয়া, কামরুজ্জামান, মতছির আলী জনি, সাংসদের একান্ত সহকারী সায়েম শিকদার প্রমুখ।

প্রসঙ্গত, বৃটেন থেকে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় এর ১৯৯৯ ব্যাচের ১৬ জন ছাত্র  যথাক্রমে কামরুল ইসলাম (জগদিশপুর), আব্দুশ শহীদ (জানাইয়া), রুমেল আহমদ (সিরাজপুর), আশরাফউদ্দিন (কারিকোনা), কামালউদ্দিন (জানাইয়া), আব্দুস সালাম (শাহজিরগাঁও), এমরানুল হক (বিশ্বনাথ), আলী আহমদ (মিরেরচর), ওয়াহিদুর রহমান (কারিকোনা), সুমন মিয়া (সরুয়ালা) জামিল হোসেন (লালাবাজার), আব্দুল আলী (ভোগশাইল), কায়কোবাদ চৌধুরী (সিলেট), আব্দুল আলীম (মিরেরচর), সুহেল মিয়া (কারিকোনা), নাজিম খান (শ্রীধরপুর) নিজেদের পক্ষ থেকে তাদের প্রাক্তন শিক্ষক প্যারালাইসডে আক্রান্ত লিয়াকত আলীর সুচিকিৎসার জন্য এ অর্থ প্রদান করল। এদিকে অনুদান দাতাদেরকে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Related posts