April 22, 2019

বিশ্বনাথের রামপাশা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর

1488779231বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য তাজ উল্লা মৃত্যু হওয়ায় শূন্যস্থান পূরণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উল্লা চলিত বছরের ৩ জুলাই ইউপি পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতি ঘটনা থামতে গিয়ে নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়ে যায়। এ পদটি পূরণে এ ওয়ার্ডে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন অফিস সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। ভোটগ্রহন ২৮ ডিসেম্বর।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার বলেন, উপজেলার রামপাশা ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Related posts