February 24, 2019

বিশ্বনাথের বৈরাগীবাজার থেকে কিশোর নিখোঁজ

22414689_2116071425085620_640751700_nবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজার থেকে মারুফ আহমদ (১৫) নামের এক কিশোর মঙ্গলবার (১০অক্টোবর) থেকে নিখোঁজ রয়েছে। সে দীর্ঘদিন ধরে বৈরাগীবাজারে ব্যবসায়ী অরুন দেব’র দোকানে কর্মরত ছিলো। এব্যাপারে নিখোঁজ মারুফের মামা আব্দুছ ছালাম বুধবার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং-৫৮৩।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মারুফ আহমদ তার মামার বাড়ির থেকে বৈরাগীবাজারস্থ কর্মস্থলে যায়। ঐদিন সন্ধ্যার পর সে দোকানের বাহিরে গেলে আর ফিরে আসেনি। দীর্ঘক্ষণেও দোকানে ফিরে না আসায় দোকানের মালিক অরুন দেব বিষয়টি মারুফের মামা আব্দুস ছালামকে অবহিত করেন। এরপর আব্দুস ছালাম ও আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুজি করেও মারুফের কোন সন্ধান পাননি। কোন সুহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেলে তার মামা আব্দুছ ছালামের মোবাইল 01729-808342 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি

Related posts