April 20, 2019

বিশ্বনাথের খাজাঞ্চীতে ১ম এম এস টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

DSC_1872বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চীতে বেস্ট ইলিভেন ক্রিকেট ক্লাব হোসেনপুর কর্তৃক আয়োজিত ১ম এম এস টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। ২৭ মার্চ মঙ্গলবার বিকেলে স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশনের উত্তরের মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বেস্ট ইলিভেন ক্লাব হোসেনপুর কে ২৮ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কে আর সি গ্রুপ বন্দরবাজার। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কে আর সি গ্রুপ’র শিমু এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন একই টিমের তারেক।
খেলা শেষে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের র্কানির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার’র সভাপতিত্বে ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদেও পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালকদার গিয়াস উদ্দিন। প্রধান আকর্ষনের বক্তব্য রাখেন টুর্ণামেন্টের ১ম পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো. জামাল উদ্দিন রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরা সবাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গিও আলম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অপু, সৌদী আরব প্রবাসী আলহাজ্ব আরশ আলী গণি, রুহুল আমিন, তরুণ সমাজসেবক আলী হোসেন, খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাবের সভাপতি ফয়সল মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জালালাবাদ সিটি এপেক্স ক্লাবের সভাপতি হুসিয়ার আলম।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠক আছকর আলী, খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাবের সহ সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার সুহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, বেস্ট ইলিভেন ক্রিকেট ক্লাবের সভাপতি বুরহান উদ্দিন, সহ সভাপতি হাবিব উল্লাহ, সদস্য রাজু আহমদ, সুজন মিয়া, রহমত আলী, সাইদ আহমদ, সুমন মিয়া প্রমুখ।

Related posts