March 26, 2019

বিদ্যুত এর সমস্যায় চরম ভোগান্তীতে কলাতলা ইউনিয়নবাসী ।

_81186476_181929336

আবুসাইদ শেখ : সারা দেশে যখন চলছে বিদ্যুত এর সমস্যা সেই সাথে থেমে নেই চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নও। বিগত অনেক দিন যাবত বিদ্যুত এর সমস্যায় দিন কাটাচ্ছে  কলাতলা ইউনিয়নের কয়েকহাজার গ্রামবাসী , যেথানে ২৪ ঘন্টায় বিদ্যুত আসে ৪ থেকে ৫ ঘন্টা বাকী সময় বিদ্যুতের কোন খোঁজ ও মেলে না আর যেসময় টুকু বিদ্যুত আসে তাতে ভোল্টেজের মান এত কম থাকে যে একটি মোবাইল ফোন ও চাজ হতে অনেক সময় প্রয়োজন হয়। গ্রামবাসী বলেন দেশে যদি এত বিদ্যুত এর উন্নয়ন হচ্ছে তাহলে আমরা কেন ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাও ‍বিদ্যুত পাই না , সারাদিনে ১ বার কিংবা ২ বার বিদ্যুত আসে, রাতে তো  বিদ্যুত এর কোন দেখাই পাওয়া যায়না। এমতাবস্থায় হাজারে গ্রামবাসী সরকারের সদয় দৃষ্টি আকষণ করেছেন যাতে তারা দ্রুত এই বিদ্যুত এর সমস্যা থেকে মুক্তি পেতে পারে।

Related posts