March 24, 2019

বিজিবি-বিএসএফ এর বৈঠক

492
মোঃ মেহেদী হাসান উজ্জল,দিনাজপুর প্রতিনিধিঃ   দিনাজপুর সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর মধ্যে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০নং পুন্টি ইউনিয়নের স্বরস্বতীপুর সীমান্তের  ৩০৭ মেইন পিলারের ১ নং সাব পিলারের নিকট পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী ২৯ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. কোরবান আলী। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুরের ২৮ বিএসএফের কমান্ডার এসকে শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন ২৮ ব্যাটালিয়ন বিএসএফ এর সেকেন্ড কমান্ডার শ্রী নলিত কুমার।
493
অধিনায়ক কোরবান আলী জানান, দু দেশের দুই বাহিনীর সহবস্থানের সম্প্রীতির অংশ হিসেবে সৌজন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের পতাকা বৈঠক শেষে বিএসএফ এর কমান্ডারের হাতে মিষ্টি তুলে দেন বাংলাদেশের ২৯বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলী।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts