April 23, 2019

‘বিগ বস’ সিজন-১১ তে সালমানের পরিবর্তে অক্ষয়!

Captureবিনোদন ডেস্ক ::

সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। কিন্তু ছবিটি এখনো খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। আর এই সময়ে সালমান ভক্তদের জন্য আরো একটি দুঃসংবাদ। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, রিয়ালিটি শো ‘বিগ বস’-এর পরের সিজনে আর উপস্থাপকের জায়গায় দেখা যাবে না সালমানকে।

খবরে আরো বলা হয়েছে, বিগ বস সিজন ১১-এ সালমানের পরিবর্তে উপস্থাপকের জায়গায় দেখা যাবে অক্ষয় কুমারকে।

সালমান নিজেই ‘বিগ বস’ ছেড়ে দিতে চান। এমনটাই শোনা যাচ্ছে। কারণ, এই শো-এর জন্য যতটা সময় দেয়া প্রয়োজন তা দেয়া এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয়। সে কারণে অক্ষয়কে বেছে নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। কারণ সালমানের জায়গায় অক্ষয়েরও জনপ্রিয়তা প্রশংসনীয়।

তবে এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সালমানের মুখ থেকে কোন নিশ্চিত খবর শোনা যায় নি। বিস্তারিত জানতে আরো অপেক্ষা করতে হবে। -খবর ইন্ডিয়া টিভি নিউজ, আনন্দবাজার

Related posts