February 17, 2019

বিএনপির প্রার্থীর দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

শুক্রবার সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী পৌর বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঈশ্বরদী পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি কে এম আখতারুজ্জামান বলেন, তিনি শহরের রেলগেট থেকে লেকরোড সিলপট্টি এলাকার দলীয় কার্যালয়ের সামনে এসে দাঁড়ালে কিছুক্ষণ পর একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় বিএনপির মেয়র প্রার্থী মোখলেসুর রহমান দলীয় কর্মীদের নিয়ে কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। ককটেল বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে এলেও কাউকে দেখতে পাননি।

পাবনা জেলা কমিটি সম্প্রতি ঈশ্বরদীর পৌর বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছেন; সেই বহিষ্কারের কারণে পৌর বিএনপির ক্ষুব্ধ একটি অংশ এ ঘটনা ঘটাতে পারে বলে ধানণা করছি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীমান কুমার দাশ বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts