February 21, 2019

বাবুল আখতার’র রুহের মাগফেরাত কামনায় বিশ্বনাথে আ.লীগের মিলাদ ও দোয়া মাহফিল

DSC_0517

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বার বারের নির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল আখতারের মৃত্যুতে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক ঘোষিত ৩ দিনের শোক পালন কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (৯জুন) বাদ জুম্মাহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের পুরান বাজারস্থ (মাছহাটা) বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে মরহুম বাবুল আখতারের রুহের মাগফেরাত কামনা করে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এবং বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। নামাজ শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। দোয়া পরিচালনা করেন মাওলানা আমির উদ্দিন আশরাফী।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য সহল আল রাজী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাহনুর হোসাইন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক মনোহর আলী, আব্দুল হান্নান, একেএম দুলাল, জয়নাল আবেদীন, আবুল খয়ের মেম্বার, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, আব্দুল মনাফ মেম্বার, রইছ আলী, আরিফ উল্লাহ সিতাব, আশরাফ আলী আরশ, তফজ্জুল আলী, ফজলু মিয়া, মহব্বত আলী, আবুল কালাম জুয়েল, ইরন মিয়া, আবুল হোসেন, আব্দুল মতিন, শাখাওয়াত হোসেন, জাতীয় পার্টি নেতা সালেহ আহমদ তোতা, নাছির উদ্দিন মেম্বার, তাজ উদ্দিন বাবুল, নাজমুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী নুরুল ওয়াছে আলতাফী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলী নেতা ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা আব্দুল আজিজ সুমন, এনামুল হক এনাম মেম্বার, ফয়ছল আহমদ মেম্বার, রফিক হাসান মেম্বার, রাসেল আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, উপজেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আলা উদ্দিন, যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী, তরুন পার্টির আহবায়ক সুহেল তাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, ছাত্রলীগ নেতা জোবায়ের আহমদ জয়, মিয়াদ আহমদ প্রমুখ।

Related posts