April 25, 2019

বাবার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জাস্টিন বিবার

748
জাস্টিন বিবার কৈশোর পেরিয়েছেন বেশিদিন হয়নি। এরই মধ্যে প্রেম নিয়ে জল ঘোলা করেছেন ঢের। এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন বাবার বিয়ের।

অনেকদিন ধরে জাস্টিনের ৪১ বছর বয়সী বাবা জেরেমি প্রেম করছেন। শিগগিরই তিনি ২৮ বছর বয়সী প্রেমিকা চেলসি রেবেলোকে বিয়ে করতে যাচ্ছেন।

জেরেমি সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করে চেলসির সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। তাতে ক্যাপশন দেন, চেলসি রেবেলোর সঙ্গে নতুন জীবনের শুরু।

জেরেমি ও জাস্টিনের মা পাটি মালেটের সম্পর্কের স্থায়ীত্ব ছিল ৫ বছর। ১৯৯৪ সালে এ পপ সেনসেশনের জন্মের ১০ মাস পর তাদের সম্পর্ক ভেঙে যায়।

এ ছাড়া সাবেক প্রেমিকা এরিন ওয়াগনারের ঘরে জেরেমির রয়েছে দুই সন্তান— জেক্সন ও জেসমাইন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts