November 20, 2018

বাজারে নতুন গ্রাফিকস কার্ড

gনতুন গ্রাফিকস কার্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এনভিডিয়ার জিটিএক্স-১০ সিরিজের গ্রাফিকস কার্ডটির মডেল ইএক্স-জিটিএক্স ১০৫০টিআই-ও৪জি।

গ্রাফিকস কার্ডটিতে একটি করে ডিভিআই, এইচডিএমআই ও ডিসপ্লে পোর্ট রয়েছে। এর মেমোরি ইন্টারফেস ১২৮ বিট। এই গ্রাফিকস কার্ডটিতে নতুন প্রযুক্তির ফ্যান ব্যবহার করায় এটি সহজে গরম হয় না। দাম ১৭,৫০০ টাকা।

উল্লেখ্য, আপনার কাছে হয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির কম্পিউটারই আছে কিন্তু গ্রাফিকস কার্ড ছাড়া সেই কম্পিউটারই হয়ে উঠতে পারে সবচেয়ে দুর্বল। কম্পিউটারের স্ক্রিনে আপনি যা কিছুই দেখতে পান তার সবটাই পরিচালিত হয় এই গ্রাফিকস কার্ডের সাহায্যে।

Related posts