February 19, 2019

বাগেরহাটে এক হাজতীর মৃত্যু

file

আবু-সাইদ শেখ  :  বাগেরহাটে আরিফ মল্লিক (৩৬) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। গতরাতে বাগেরহাট সদর হাসপাতালে চিৎকিসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। আরিফ মল্লিক বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামের মৃত গোলাপ মল্লিকের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদকাগ্রস্ত ছিল। বাগেরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার রাসেল আহমেদ জানান, একটি মাদক মামলায় ১৭ ডিসেম্বর আরিফ মল্লিককে কারাগারে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর সে অসুস্থ হয়ে পরলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিৎকিসাধিন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ময়না তদন্ত শেষ হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যু সঠিক কারন জানা যাবে বলে তিনি জানান।
এদিকে নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, আমার ভাই দীর্ঘ ১০/১৫ বছর ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। সম্প্রতি তার ব্যবসায়ী পাটনারদের সাথে মাদক ব্যবসা নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে  আমার ভাইকে বেধড়ক মারপিট করে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়। জসিম ও তার মাদক বাহিনীর মারপিটে তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে তিনি দাবী করেন।

Related posts