April 21, 2019

বাগদাদ শহরতলীতে আইএস হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের ২০ কিমি পশ্চিমে অবস্থিত একটি শহরে হামলা শুরু করেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের যোদ্ধারা। ইরাকি বাহিনীর সাথে এই হামলার শুরুতেই কমপক্ষে ১৮ জন সেনা নিহত হয়েছে।

রবিবার বাগদাদ থেকে ৫০ কিমি পশ্চিমে অবস্থিত ফাল্লুজাহ শহরে আইএসের আরেকটি আত্মঘাতী হামলায় নিহত হয়েছে ১৪ জন ইরাকি পুলিশ এবং আরও ২৫ জন আহত হয়েছে।

সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বাগদাদ শহরের সীমান্তে অবস্থিত আবু গারিব জেলখানার নিকটবর্তী খাদিম আধাব নামের একটি গ্রাম দখল করে নিয়েছে আইএস যোদ্ধারা। সেখান থেকেই বাগদাদে প্রবেশের বেশ কয়েকটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।

বাগদাদ থেকে ১১০ কিমি পশ্চিমে অবস্থিত রামাদিদে দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে রেখেছিল আইএস। অনেকদিন থেকেই তারা পরিকল্পনা বাগদাদের দিকে অগ্রসর হওয়ার জন্য। অভিযোগ শোনা গেছে, আইএস বেশ কয়েকজন ইরাকি পুলিশ সদস্যকে অপহরণ করেছে। কিন্তু বাগদাদের সামরিক নির্দেশনা কেন্দ্র থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

Related posts