April 23, 2019

বাইক নিয়ে হাইওয়েতে দাদাগিরি!


ইন্টারন্যাশনাল ডেস্কঃ   অনেকেই মোটর সাইকেল চালাতে চালাতে বেশ পারদর্শী হয়ে যায়। মোটর সাইকেল নিয়ে কেউ কেউ তো নানা ধরনের খেলাও দেখাতে পছন্দ করেন। তবে সমপ্রতি ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি হাইওয়েতে চলন্ত মোটর সাইকেলের ওপর সাবলীলভাবে দাঁড়িয়ে রয়েছেন।

ব্যস্ত রাস্তায় তার মোটর সাইকেলের পাশ দিয়ে দ্রুতবেগে ছুটে চলছে প্রাইভেট কার, মাইক্রোবাসসহ অন্যান্য ভারী যানবাহন। তবে এর কোন কিছুতেই যেন তার কোন ভয় নেই। আপন খেয়ালে ছুটে চলেছেন মোটর সাইকেল নিয়ে। নীর্ভিক এই চালকের নাম না জানা গেলেও অন্য একটি প্রাইকারের মধ্য থেকে করা ভিডিওটি করা হয়েছে রাশিয়ার একটি হাইওয়ে থেকে।

দুই মিনিটের ঐ ভিডিওর শেষ দিকে দেখা গেছে চলন্ত মোটর সাইকেল থেকে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ানো অবস্থা থেকে এসে চালকের আসনে বসলেন। এরপর মোটর সাইকেলের সামনের চাকা উঁচিয়ে আরো দ্রুতবেগে ছুটে যান।

হাফিংটন পোস্ট

Related posts