March 25, 2019

বাংলাদেশ ভারত নিয়ন্ত্রিত ভোটারবিহীন দেশ—ডা. জাফরুল্লাহ

ঢাকাঃ  পুলিশ হেফাজতে অপরাধীদের বন্দুকযুদ্ধে নিহতের সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সবসময় একটা আতঙ্কে থাকি। এমন একটা দেশে আছি যেখানে পুলিশ হেফাজতে বন্দুকযুদ্ধে অপরাধী নিহত হয়।

সদ্য প্রয়াত পরিবেশ বিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সফিউল্লার স্মৃতি স্মরণে এ সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বাংলাদেশের সরকার আছে অথচ নিয়ন্ত্রণ করছে ভারত। সোজা কথায়, বাংলাদেশ ভারত নিয়ন্ত্রিত ভোটারবিহীন একটা দেশ।’

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের ব্যয় ২০০ কোটি টাকা কমানো প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রীর বয়স হলেও একটা বিষয় বুঝতে পেরেছেন, যেখানে নির্বাচন হয় না সেখানে পয়সা খরচ করে কী লাভ?

Related posts