April 18, 2019

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সম্মেলন ও সাংগঠনিক সমাবেশ

757
হাকিকুল ইসলাম খোকন,বিশেষ সংবাদদাতাঃ   গত ২১ শে ফেব্রুয়ারী সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর পালকি পার্টি হলে অনুষ্ঠিত হয়  বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের কর্মী সম্মেলন ও সাংগঠনিক সমাবেশ। সংগঠনের সভাপতি সারোয়ার খান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাইদুর খান ডিউকের পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে নবগঠিত কমিটির অবিষেক অনুষ্ঠান আগামী ১৩ই মার্চ জাঁকজমক পূর্ণভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক রুহুল আমিন নাছির ও সদস্য সচিব হিসেবে এসআই ঢালি। প্রধান সমন্বয়কারী প্রফেসর ইলিম মোহাম্মদ নাজমুর হোসেন, প্রধান পৃষ্ঠপোষক বেলাল চৌধুরী, সার্বিক দিক নির্দেশনায় এডভোকেট কাইয়ূম চৌধুরী, প্রধান উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার ও সার্বিক ব্যবস্থাপনা মাহবুবুর রহমান মুকুলের নাম ঘোষনা করা হয়।

সভায় সাবেক প্রধানমনএী বেগম খালেদা জিযার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রত্যাহার করার দাবী জানানো হয়।  সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবন্ধভাবে এক হয়ে সকল সাংগঠনিক কর্মসূচী পালন ও  শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গনআন্দোলন করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।সভায় নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি খালেক আকন্দের বাবা হাজী আব্দুল হাই এর মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রাফেল তালুকদার, প্রফেসর রফিকুর ইসলাম, ড. নূরুল আমিন পলাশ, একেএম রফিকুল ইসলাম ডালিম, এডভোকেট কাইয়ূম চৌধুরী, অধ্যাপক ইলিম  নাজমুর হোসেন, তানভীর হাছান খান প্রিন্স, নাছিম আহমেদ, রুহুল আমিন নাছির, মাওলানা ওমর ফারুক, শেখ হায়দার আলী, মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, মাহবুবুর রহমান মুকুল, নাসির উদ্দীন, শরিফুল সরকার রকেট, একেএম রশিদ,  আব্দুল সালিক জাকির, আবুল হোসেন, মোহাম্মদ আব্দুল মান্নান হোসাইন, এস আই ঢালি, গোলাম এন হায়দার মুকুট,  আবুল কাশেম সরকার, রফিকুল ইসলাম,  মোজাম্মেল হক,  সুমন সরদার,  নজরুল ইসলাম, নাদিম ইকবাল বাহার, আবদুল মোমেন  সোহেল, আবদুর রাজ্জাক সরদার,এস.এম.এ. মজিদ, তানজিল আহমেদ,  শাহ শামিম,  শরিফুল ইসলাম, কাজী রহমান সেলিম, আবদুল্লাহ আল সাদী, মোহাম্মদ আলী, নূর আলম, সৈয়দ শরিফুল হক, ওয়াসিম খন্দকার, মাফুজুর রহমান, মরিফ মোহাম্মদ ভূইয়া,  সারোয়ার জাহান জীবন, কামরুজ্জামান, মাহফুজুর রহমান,  আবুবাকর সিদ্দিক।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts