January 18, 2019

বাংলাদেশি নিনা আহমেদ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের ডেপুটি

370
ইন্টারন্যাশনাল ডেস্কঃ   বাংলাদেশি নিনা আহমেদ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ডেপুটি মেয়র পদে মনোনয়ন পেয়েছেন। ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি ড.নিনাকে ডেপুটি মেয়র ফর পাবলিক এনগেজমেন্ট পদে মনোনয়ন দিয়েছেন।

এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজের সুযোগ পান নিনা। প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকানস অ্যান্ড প্যাসিফিক আইসল্যান্ডার বিষয়ক উপদেষ্টা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশি।

নিনা আহমেদের জন্ম ঢাকায়। বাবার আদি বাড়ি ময়মনসিংহ, মায়ের ফরিদপুর। মার্কিন মুলুকে মেয়ের এই অসামান্য সাফল্য দেখে যেতে পারেননি মা-বাবা। স্বামী আহসান নসরুল্লাহ ও দুই মেয়েকে নিয়ে ফিলাডেলফিয়ার অভিজাত মাউন্ট এরি এলাকায় থাকেন নিনা।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts