November 19, 2018

বলিউডে ফিরছেন সুস্মিতা

hতিনি শুধু বিশ্বসুন্দরীই নন, বলিউডের একজন নামী অভিনেত্রীও বটে! কিন্তু ইদানিং বলিউড থেকে এক প্রকার বিচ্ছিন্নই বলা যেতে পারে তাকে। বঙ্গললনা সুস্মিতা সেনকে বিভিন্ন র‍্যাম্প শো আর অনুষ্ঠানেই আজকাল বেশি দেখা যায়। তবে এবার ভক্তদের সুসংবাদ নিজেই দিলেন এই অভিনেত্রী। জানালেন বলিউডে ফিরছেন তিনি।

এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘বড়পর্দায় যখন ফিরবেন, তখন এমন কোনও ছবি নিয়ে ফিরবেন, যা দর্শকদের খুশি করবে। যাতে তারা বলতে পারেন, একেই বলে ফিরে আসা, সুস্মিতাকে ভাল লেগেছে আমাদের!’

সম্ভবত এ বছরই মুক্তি পাবে ৪১ বছর বয়সী অভিনেত্রী সুস্মিতার বলিউড সিনেমা। শেষবার তাকে দেখা গিয়েছিল বাংলা ছবি ‘নির্বাক’-এ। এবার তার ফিরে আসা নিশ্চয়ই উপভোগ করবেন ভক্ত অনুরাগীরা, তেমনই আশা করছেন সুস্মিতা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related posts