January 17, 2019

বর্ষসেরার তালিকায় সাব্বিরও

ভারতের টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরার তালিকায় বোলার হিসেবে ছিলেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। শুধু বোলার নয়, ব্যাটসম্যানের তালিকায়ও আসলেন বাংলাদেশের সাব্বির রহমান। চলতি বছর টি২০-তে পাঁচ সেরা ইনিংসের মধ্যে সাব্বিরের একটি ইনিংসও রয়েছে।

গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে একটি টি২০ ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। এটি ছিল ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে উল্লেখযোগ্য জয়। তিন ম্যাচের ওয়ানডেতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর টি২০-এও যা ছিল দুর্দান্ত এক সাফল্য। যেই ম্যাচে বাংলাদেশ ম্যাচ উইনার হিসেবে পেয়েছিল তরুণ অলরাউন্ডার সাব্বির রহমানকে।

ওই ম্যাচে সাব্বির ব্যাট হাতে ৩২ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেন। বনে যান ম্যাচ জয়ী নায়ক। টাইমস অব ইন্ডিয়ার সেরা পাঁচ টি২০ ইনিংসে সাব্বিরের এই ইনিংসটির জায়গা হয়েছে তৃতীয় স্থানে। এই তালিকায় শীর্ষে রয়েছে ক্যাপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিস গেইলের ৩১ বলে ৭৭ রানের ইনিংসটি। মর্ন ভন উইকের ৭০ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংসটি রয়েছে দ্বিতীয় স্থানে। এরপরই রয়েছেন সাব্বির।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts