February 23, 2019

বরফে চাপা পড়া দুই মৃতদেহ পাওয়া গেল ৭৫ বছর পর

Captureইউরোপ ::

পঁচাত্তর বছর আগে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ হয়ে যাওয়া এক দম্পতির মৃতদেহ বরফে জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

১৯৪২ সালে ভ্যালিয়াস চারণভূমিতে তারা গিয়েছিলেন তাদের গরুর দুধ সংগ্রহ করতে।

পুলিশ বলছে, দুই হাজার মিটারেরও বেশি উঁচুতে এক হিমবাহের বরফ গলতে শুরু করলে তাদের মৃতদেহ দুটি পাওয়া যায়। তারা বলছেন, মৃতদেহ দুটো অক্ষত রয়েছে।

স্যানফ্লরোন নামের ওই হিমবাহে এক স্কি-কোম্পানির কর্মী মৃতদেহ দুটি আবিষ্কার করেন। ধারণা করা হচ্ছে যে দুজন বরফের খাদে পড়ে গিয়েছিলেন।

কর্মীটি দেখতে পান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পোশাক পরা একজন পুরুষ ও একজন মহিলা বরফের নিচে চাপা পড়ে আছেন। পাশে একটি ব্যাগ, বোতল, জুতো ও অন্যান্য জিনিসপত্রও পড়ে ছিল।

এই দম্পতির সাত ছেলেমেয়ে ছিল। তাদের সর্বকনিষ্ঠ মেয়ে মার্সেলিন উড্রি দুমুলাঁ-র বয়েস এখন ৭৯ বছর।

তিনি বলছেন, ‘আমরা সারা জীবন ধরে তাদের খুঁজেছি। তাদের মৃতদেহ পাবার খবরে একটা শান্তি বোধ করছি যে আমরা এখন তাদের একটা যথাযথ শেষকৃত্য করতে পারবো।’

তিনি বলছেন, তার বাবা ছিলেন একজন জুতো প্রস্তুতকারক, এবং মা ছিলেন একজন শিক্ষক।

Related posts