November 21, 2018

বন্দুক নিয়ে সেলফি তোলতে গিয়ে প্রান হাড়ালেন!!

ঢাকা : সেলফি তুলতে গিয়ে পৃথিবীতে এই পর্যন্ত অনেকের প্রাণ যাওয়ার ঘটনা শোনা গেছে। এবার আরেকটি নজির সৃষ্টি করলেন ৪৩ বছর বয়সি যুক্তরাষ্ট্রের এক নাগরিক।

ওয়াশিংটনের অধিবাসী এই ব্যক্তির নাম প্রকাশ করা হয় নি। সেলফি তোলার আগে তিনি ভেবেছিলেন বন্দুকে গুলি নেই। কিন্তু বন্দুকে গুলি ভরা ছিল, সেটা প্রমাণিত হল তার প্রাণের বিনিময়ে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি এবং তার গার্লফ্রেন্ড ঘরে বসে নিজেদের ছবি তুলছিলেন বন্দুক হাতে নিয়ে। ওই দম্পতি প্রায়ই এই কাজটি করতেন। কিন্তু আগে বন্দুক থেকে গুলি বের নিতেন। ওইদিন ভুলক্রমে সেটা করতে পারেননি।

বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ যাওয়ার ঘটনা মোটেও নতুন নয়। গত বছর হিউসটন অঙ্গরাজ্যের ১৯ বছর বয়স্ক এক তরুণ বন্দুক নিয়ে সেলফি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করার সময় নিহত হন।

Related posts