April 24, 2019

বঙ্গভবনের সংবর্ধনায় ২০ দলের নেতারা!

জোটের শরিক দলের নেতা সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে ফিরিয়ে দেয়া হলেও বঙ্গভবনের সংবর্ধনায় ছিলেন ২০ দল শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীসহ আট নেতা।

বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

নেজামী ছাড়াও ছিলেন তার দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাও. জোবায়ের আহমেদ, আবুল হাসনাত আমিনী, জমিয়তে ওলামা ইসলামের নেতা মুফতি ওয়াক্কাস, মাও. আলতাফ হোসেন, মাও. রেজাউল করিম, মাওলানা মহিউদ্দিন আকরাম।

আবদুল লতিফ নেজামী বঙ্গভবনের অনুষ্ঠানে অংশ নেয়ার নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা সংবর্ধনায় গিয়েছিলাম। সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বেশ কয়েকজন নেতাও ছিলেন।’

উল্লেখ্য, সংবর্ধনার দাওয়াত পেয়েও প্রবেশের অনুমতি না পাওয়ায় বঙ্গভবনের গেট থেকে ফেরত আসেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টির চেয়ার‌ম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।ঢাকাটাইমস

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts