February 21, 2019

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মাহিতুল ইসলাম আর নেই

ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি ছিলেন। পরবর্তী সময়ে তাকে এ বিশ্বিবিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হয়।

এরপর তার অবস্থার অবনতি হলে কেবিন থেকে গত ২৬ জুলাই পুনরায় আইসিইউতে নেওয়া হয় এবং শেষ পযন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি বোর্ডও গঠন করা হয়েছিল।

Related posts