February 16, 2019

বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে কটূক্তি: দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

ইমদাদুল হক সোহাগ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক স্টাটাস শেয়ার করায় শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে পুলিশে সোর্পদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার রাতে শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় জুই ছাত্রবাসের ছাত্র ।
আটককৃত শিক্ষার্থীরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজিবুল ইসলাম সৈকত এবং অন্যজন ইসলামিক ইস্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক।
শহীদ হবিবুর রহমান হল শাখা ছাংত্রলীগের সভাপতি মামুনুর রশিদ বলেন, রাতে বেশ কয়েকজন ছেলে হলে প্রবেশ করে। প্রথমে তাদের গতিবিধি লক্ষ করে আমার সন্দেহ হয়। এসময় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় ফেসবুক আইডি চেক করলে দুইজনের শিবির সংশ্লিষ্ট তথ্য পাওয়া যায়। পরে মতিহার থানায় খবর দিলে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, হবিবুর হলের শাখা ছাত্রলীগ দুই জনকে শিক্ষার্থীকে শিবির সন্দেহ আটক করে থানায় খবর দেয় । তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে যদি তাদের সাথে শিবিরের সম্পৃক্ততা থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে ।

Related posts